কিশোরদের ফুটবল উন্মাদনায় মুগ্ধ রিয়াল কর্মকর্তারা

ফুটবলের প্রতি বাংলাদেশের কিশোরদের ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছেন চট্টগ্রামে একটি ফুটবল ক্লিনিকে কাজ করতে আসা রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনের তিন কর্মকর্তা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2014, 01:28 PM
Updated : 30 Oct 2014, 01:28 PM

বৃহস্পতিবার সকালে বন্দরনগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনের প্রধান কোচ এবং টিম ক্যাম্পাস টেকনিক্যাল ডিরেক্টর পাবলো গোমেস বলেন, “এখানে এসে আমরা বুঝতে পেরেছি বাংলাদেশের শিশু-কিশোরদের মধ্যে ফুটবল এবং রিয়াল মাদ্রিদ নিয়ে বেশ উন্মাদনা রয়েছে। তাদের দক্ষতা বাড়ানোতে কাজ করতে পেরে আমরা আনন্দিত।”

অনুষ্ঠানে জানানো হয়, বৃহস্পতিবার বিকালে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন ৩০ জন স্থানীয় কোচ।

‘ওয়াইকেকে এশিয়া গ্রুপ কিডস ফুটবল ক্লিনিকে’ শুক্রবার দুই সেশনে সকালে ও বিকালে কিশোর ফুটবলারদের এমএ আজিজ স্টেডিয়ামে বিভিন্ন কৌশল শেখাবেন রিয়াল কোচরা। শনিবার সকাল ও বিকালে আরও দুটি সেশনে ফুটবলারদের ক্লাস নেবেন রিয়ালের প্রতিনিধিরা।

সেশন পরিচালনা করবেন রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনের কোচ পাবলো গোমেস, জাভিয়ের গার্সিয়া তোরেস ও রাফায়েল পালাসিও রুইস পিনাদো।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত এই ফুটবল ক্লিনিকে অংশগ্রহণকারীদের জার্সি, বুট ও সার্টিফিকেট দেয়া হবে।

সেশনের শেষ দুই দিনে কিশোর ফুটবলারদের দক্ষতা বৃদ্ধি, স্প্যানিশ ফুটবলের নানা দিক ও কৌশল শিক্ষা দেবেন রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনের কোচরা।

ওয়াইকেকে হোল্ডিং এশিয়া পিটিই লি. ও ওয়াইকেকে বাংলাদেশ রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনকে সাথে নিয়ে এ আয়োজন করেছে।