বারণের বেড়াজালে নেইমাররা

শখ করে ক্যাপ পরা, কানে দুল পরে ফ্যাশন করা; অথবা চপ্পল পায়ে ঘোরাফেরা করা- এসব আর যেখানেই চলুক, দুঙ্গার ব্রাজিল দলে চলবে না। নেইমারদের এসব করা থেকে বারণ করে দিয়েছেন ব্রাজিলের কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2014, 10:57 AM
Updated : 24 Oct 2014, 10:57 AM

গত জুলাইয়ে দ্বিতীয়বারের মতো ব্রাজিলের দায়িত্ব নেয়া দুঙ্গা চিঠির মাধ্যমে এসব বিধি-নিষেধ খেলোয়াড়দের জানিয়ে দেন।

বারণের তালিকা অনেক লম্বা। খাবার খাওয়া আর দলীয় আলোচনার সময় কেউ মোবাইল ফোন আর ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করতে পারবে না।

চিঠিতে নেইমারদের জন্য ম্যাচের আগে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

ক্যাপ মাথায় দিয়ে আর কানের দুল পরে ফ্যাশন করা নেইমার অবশ্য এই ভেবে খুশি হতে পারেন, এই নিয়মগুলো শুধুই জাতীয় দলের সঙ্গে থাকার সময় প্রযোজ্য।

১৯৯৪ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক দুঙ্গা অবশ্য এগুলোকে নিষেধাজ্ঞা বলছেন না।

তুরস্ক ও অস্ট্রিয়ার বিপক্ষে আগামী মাসের দুটি প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণার সময় তিনি বলেন, “পরিবেশটা যেন ভালো হয়, এ কারণেই বিষয়গুলো করতে বলা হয়েছে। আমরা এটা খেলোয়াড়দের ব্যাখ্যা করেছি। … প্রত্যেক প্রতিষ্ঠানেরই নিয়ম থাকে।”

বিধি-নিষেধগুলো না মানলে খেলোয়াড়দের জরিমানা বা শাস্তিও হতে পারে বলে উল্লেখ করা হয়। তবে দুঙ্গা সবচেয়ে বড় হুঁশিয়ারি দেন এই বলে, কেউ নিয়ম ভাঙলে সে ভবিষ্যতের ব্রাজিল দলেই জায়গা হারাতে পারে।