আতলেতিকোয় থামল ইউভেন্তুসের জয়রথ

একের পর এক জয়ের আনন্দে দুরন্ত গতিতে ছুটে চলা ইউভেন্তুসের জয়ের ধারায় অবশেষে ছেদ পড়লো। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের কাছে একমাত্র গোলে হেরে গেছে ইতালির শীর্ষ লিগ সেরি আর বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2014, 09:35 PM
Updated : 1 Oct 2014, 09:35 PM

প্রথম ম্যাচে গ্রিসের দল অলিম্পিয়াকোসের মাঠে ৩-২ গোলে হেরেছিল আতলেতিকো। বুধবার প্রতিযোগিতায় গতবারের রানার্সআপদের জয়ের নায়ক মাঝমাঠের তারকা আরদা তুরান।

আতলেতিকোর মাঠ ভিসেন্তে কালদেরনে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও একই গতিতে চলতে থাকে লড়াই। দুই দেশের দুই লিগ চ্যাম্পিয়নের লড়াইটা বলতে গেলে মাঝমাঠ কেন্দ্রিকই ছিল। উভয় দলের আক্রমণভাগ গোলের চেষ্টায় মরিয়া হয়ে থাকলেও কেউই প্রতিপক্ষের মজবুত রক্ষণ ভাঙতে পারছিল না।

অবশেষে ৭৪তম মিনিটে তুরানের গোলে এগিয়ে যায় স্পেনের লা লিগার শিরোপাধারীরা। ডান দিকে থেকে স্পেনের ডিফেন্ডার হুয়ানফ্রানের দারুণ এক ক্রস পেয়ে বল জালে পাঠাতে আলতো একটা টোকার দরকার ছিল। তুরস্কের মিডফিল্ডার তুরান কোনো ভুল করেননি।

এই মৌসুমে তো বটেই, সব ধরণের প্রতিযোগিতা মিলে ১১ ম্যাচে প্রথম গোল হজম করলো ইতালির ক্লাব ইউভেন্তুস।

শেষ পর্যন্ত ওই একমাত্র গোলেই তিন পয়েন্ট নিশ্চিত হয় কোচ দিয়েগো সিমেওনের দলটির।

'এ' গ্রুপের অন্য ম্যাচে সুইডেনের দল মালমো ২-০ গোলে হারিয়েছে অলিম্পিয়াকোসকে।

দুই রাউন্ড শেষে এই গ্রুপের চারটি দলেরই এখন ৩ পয়েন্ট। তবে গোলের হিসেবে ইউভেন্তুস সবার উপরে আছে। পরের তিনটি স্থানে যথাক্রমে অলিম্পিয়াকোস, আতলেতিকো ও মালমো।