ব্রাহিমির হ্যাটট্রিকে পোর্তোর বিশাল জয়

বিশাল জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শুভ সূচনা করেছে পোর্তো। ইয়াসিন ব্রাহিমির হ্যাটট্রিকে বেলারুশের বাতে বরিসভকে ৬-০ গোলে হারিয়েছে পর্তুগালের দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2014, 09:38 PM
Updated : 18 Sept 2014, 09:42 AM

বুধবার ‘এইচ’ গ্রুপের খেলায় পোর্তোর কাছে পাত্তাই পায়নি বেলারুশের চ্যাম্পিয়ন বরিসভ। দুই অর্ধেই প্রতিপক্ষের জালে তিনবার করে বল পাঠায় পোর্তো।

নিজেদের মাঠে পঞ্চম মিনিটেই দলকে এগিয়ে নেন ইয়াসিন। ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণও করে ফেলেন ফ্রান্সে জন্ম নেয়া আলজেরিয়ার এই ফরোয়ার্ড।

৩৭তম মিনিটে কলম্বিয়ার স্ট্রাইকার জ্যাকসন মার্টিনেসের গোলে ব্যবধান আরো বাড়ায় পোর্তো।

হ্যাটট্রিকের জন্য দ্বিতীয়ার্ধে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইয়াসিনকে। ম্যাচের ৫৭তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে চলতি আসরের প্রথম হ্যাটট্রিকটি করেন তিনি।

চার মিনিট পর আবার অতিথিদের জালে বল ঢোকে। এবার কর্নার থেকে বল পেয়ে ডান পায়ের শটে ব্যবধান বাড়ান আদ্রিয়ান।

৭৬তম মিনিটে ভিনসেন্ট আবুবাকারের গোলে পোর্তোর বড় জয় নিশ্চিত হয়ে যায়। এই গোলের উৎস ছিলেন বার্সেলোনা থেকে দলটিতে এবারই যোগ দেয়া ক্রিস্তিয়ান তেয়ো।

গ্রুপের অন্য খেলায় শাখতার দনেৎস্কের সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্পেনের চতুর্থ দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে খেলা আথলেতিক বিলবাও।