মাঠকে দুষলেন দুঙ্গা

ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে জয় পেলেও ব্রাজিলের আক্রমণভাগ ছিল অনেকটাই নিষ্প্রভ। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের খেলা মন ভোলাতে পারেনি সমর্থকদের। তবে এর জন্য মাঠকেই দুষলেন কোচ দুঙ্গা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2014, 09:43 AM
Updated : 10 Sept 2014, 09:43 AM

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বুধবার ইকুয়েডরকে ১-০ গোলে হারায় ব্রাজিল। ব্রাজিল দলে দুঙ্গার দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ম্যাচে জয়সূচক গোলটি করেন চেলসির মিডফিল্ডার উইলিয়ান।

ব্রাজিলের ২০১০ বিশ্বকাপের কোচের নতুন শুরুটা হয় কলম্বিয়ার বিপক্ষে জয় দিয়ে। মায়ামিতে ম্যাচটি নেইমারের শেষ দিকের গোলে জেতে গত বিশ্বকাপের আয়োজকরা।

ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি কষ্ট করেই জিততে হলো ব্রাজিলকে। এনার ভালেন্সিয়ার নেতৃত্বে বেশ কিছু ভালো আক্রমণ করে ইকুয়েডর।

অন্য দিকে নেইমারের নেতৃত্বে ব্রাজিলের আক্রমণভাগকে অতটা ধারাল মনে হয়নি। দুঙ্গা দলের আক্রমণভাগকে না দুষে এর দায় চাপালেন মাঠের ওপর। গত রোববার এই মাঠে এনএফএলের ম্যাচ অনুষ্ঠানের সমালোচনা করেন তিনি।

নিজের খেলোয়াড়দের ভালো নম্বরই দিলেন দুঙ্গা।
“আমার কাছে সব খেলোয়াড়ই তাদের জায়গায় ভালো খেলেছে। আজ আমাদের ফরোয়ার্ডদের বেশি কঠিন সময় গেছে। কারণ আমাদের গতিশীল স্ট্রাইকারদের জন্য মাঠটা আদর্শ ছিল না।”
মাঠের সমালোচনা করেন ব্রাজিলের গোলরক্ষক জেফারসনও।
“মাঠ খুব বাজে ছিল। ঘাস খুব নরম ছিল।”