ওয়েলসকে জেতালেন বেল

অ্যান্ডোরার বিপক্ষে ইউরো বাছাইয়ে ওয়েলসকে জিতিয়েছেন গ্যারেথ বেল। প্রতিপক্ষের মাঠে ২-১ ব্যবধানের জয়ে দুটি গোলই করেছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2014, 08:25 AM
Updated : 10 Sept 2014, 08:25 AM

নিজেদের মাঠে মঙ্গলবার ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় অ্যান্ডোরা। লিমার করা গোলটি প্রতিযোগিতামূলক ম্যাচে ২০১০ সালের পর অ্যান্ডোরার প্রথম।

সমতায় ফিরতে বেশি সময় নেয়নি ওয়েলস। ১৬ মিনিট পরই দারুণ হেডে গোল করেন বেল।

ফিফা র্যাঙ্কিংয়ে ১৯৯ নম্বরে থাকা (ওয়েলসের চেয়ে ১৫৮ ধাপ নিচের) অ্যান্ডোরার বিপক্ষে জয়সূচক গোল পেতে বেশ অপেক্ষা করতে হয় ওয়েলসকে।

দুর্দান্ত এক ফ্রি কিক থেকে জয়সূচক গোলটি বেল করেন ৮১তম মিনিটে।
ওয়েলসের সঙ্গে এদিন জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি, আইসল্যান্ড, সাইপ্রাস, বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া। তবে হেরে যায় নেদারল্যান্ডস।
ইতালি নরওয়ে থেকে ২-০ গোলের জয় নিয়ে ফেরে। বসনিয়া-হার্জেগোভিনার মাঠে সাইপ্রাসের জয়টি ২-১ গোলে। বুলগেরিয়ার ২-১ গোলের জয়টিও প্রতিপক্ষ আজারবাইজানের মাঠে।
আইসল্যান্ড নিজেদের মাঠে তুরস্ককে হারায় ৩-০ গোলে। নিজেদের মাঠে মাল্টার বিপক্ষে ক্রোয়েশিয়ার জয়টি ২-০ ব্যবধানের।
চেক প্রজাতন্ত্রের মাঠে ডাচদের হারটি ২-১ গোলে।