ইব্রাহিমোভিচের অগ্নিদৃষ্টি!

ক্লাব ও দেশ- দুই জায়গাতেই দারুণ খেলছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তাই হয়তো মন-মেজাজও একটু চড়া। ইউরো বাছাইপর্বের ম্যাচে গায়ে আলতো স্পর্শ করায় অস্ট্রিয়ার রুবিন ওকোতিয়ের দিকে সুইডিশ স্ট্রাইকারের অগ্নিদৃষ্টি বেশ মজাই দিয়েছে দর্শকদের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2014, 12:15 PM
Updated : 9 Sept 2014, 12:15 PM

কাণ্ডটা ঘটে অস্ট্রিয়ার ডি বক্সের মধ্যে। একটি কর্নার কিকের জন্য অপেক্ষা করছিলেন পিএসজির ওই স্ট্রাইকার, এমন সময় কর্নারের ঠিক আগমুহূর্তে ইব্রার হাত স্পর্শ করেন ওকোতি। তাতেই রেগে গিয়ে অস্ট্রিয়ার ওই স্ট্রাইকারের দিকে তাকিয়েই থাকেন কয়েক দিন আগেই দেশের পক্ষে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া ইব্রাহিমোভিচ।

১-১ গোলে ড্র ম্যাচে এর আগে প্রতিপক্ষের মিডফিল্ডার ডাভিড আলাবাকে কনুই দিয়ে গুতো মারেন ইব্রাহিমোভিচ। তবে তা রেফারির চোখ এড়িয়ে যাওয়ায় শাস্তি থেকে বেঁচে যান পিএসজির এই তারকা।