দীর্ঘতম গোল করে গিনেস রেকর্ডস বুকে বেগোভিচ

এক গোল করেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম তুলে নিয়েছেন স্টোক সিটির গোলরক্ষক আসমির বেগোভিচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2014, 09:08 PM
Updated : 5 Sept 2014, 09:08 PM

গত নভেম্বরের এই কৃতিত্বের জন্য সম্প্রতি রেকর্ড বইয়ে তার নাম ওঠে। ইংলিশ প্রিমিয়ার লিগে সাউথহ্যাম্পটনের বিপক্ষে ওই ম্যাচে দীর্ঘতম গোলের এই রেকর্ডটি গড়েন বসনিয়ার বেগোভিচ।

ঘড়ির কাঁটায় তখন ম্যাচের সময় মাত্র ১৩ সেকেন্ড। নিজের প্রান্ত থেকে শট নেন বেগোভিচ। বল বাতাসে ভেসে, সব ফুটবলারের মাথার ওপর দিয়ে উড়ল এবং শেষ পর্যন্ত সাউথহ্যাম্পটনের গোলরক্ষক আরটুর ব্রুসকেও বোকা বানিয়ে জড়িয়ে যায় জালে!

পরে মেপে দেখা গেল বেগোভিচের শট ৯১.০ মিটার অতিক্রম করে সাউথহ্যাম্পটনের জালে ঢুকেছে; ফুটের হিসেবে দুরত্ব ৩০১ ফুট ৬ ইঞ্চি!

ইংলিশ প্রিমিয়ার লিগে গোলরক্ষক হয়েও গোল করার কৃতিত্ব আছে পিটার স্মেইকেল, ব্রাড ফ্রাইডেল, পল রবিনসন ও টিম হাওয়ার্ডের। কিন্তু দুরত্বের হিসেবে এই চার জনই ২৭ বছর বয়সী বেগোভিচের পেছনে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে নাম ওঠার আনন্দে উচ্ছ্বসিত বেগোভিচ।

“এভাবে সম্মানিত হতে পেরে দারুণ লাগছে। তবে একজন গোলরক্ষক হিসেবে আমি কখনোই এমন কোনো রেকর্ড গড়ার কথা ভাবিনি।”