রিয়ালের জার্সিতে ড্রাগন

সান্তিয়াগো বার্নবেউতে নতুন জার্সি উন্মোচন করল রিয়াল মাদ্রিদ। ড্রাগনের ছাপ সমৃদ্ধ এই জার্সি পরেই চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা ধরে রাখার অভিযানে নামবে স্পেনের ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2014, 08:37 AM
Updated : 27 August 2014, 08:37 AM

জাপানের ডিজাইনার ইয়োজি ইয়ামামোতো এই কালো রঙের এই জার্সিতে রিয়াল মাদ্রিদের ইতিহাস, ঐতিহ্য আর মাঠে তাদের অবধ্য ভাবটা ফুটিয়ে তুলতে চেয়েছেন।

ক্রিস্তিয়ানো রোনালদো, হামেস রদ্রিগেস ও গ্যারেথ বেলদের জার্সি আর বুটে ড্রাগনের নকশার অন্তর্নিহিত ভাবের ব্যাখ্যা দেয় অ্যাডিডাস।
জার্সিতে থাকা ড্রাগন রাজার নকশা রিয়ালের মাহাত্ম্য, গরিমা ও শক্তির কথা বোঝায় বলে জানায় অ্যাডিডাস।

জার্সিতে 'ড্রাগন কিং' ছাড়াও আছে 'ড্রাগন বার্ড'র নকশা। এটা মাঠের লড়াইয়ে রিয়ালের প্রতিরোধ ক্ষমতা, দৃঢ় প্রতিজ্ঞা ও ক্ষিপ্রতাকে উপস্থাপন করবে।

</div>  </p><p> </p>