ঢুস মেরে জিদানের পাশে ব্রাজিলের স্ট্রাইকার

এবার জিনেদিন জিদানের মতো ব্রানদাওকেও চিনবে ফুটবল বিশ্ব। মাঠে সুন্দর ফুটবল উপহার দেয়ার জন্য নয়, ব্রানদাওয়ের নাম জিদানের সঙ্গে উচ্চারিত হবে প্রতিপক্ষ খেলোয়াড়কে মাথা দিয়ে গুঁতো দেয়ার কারণে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2014, 08:27 AM
Updated : 17 August 2014, 08:27 AM

ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাস্সিকে জিদান মাথা দিয়ে গুঁতো মেরেছিলেন ২০০৬ বিশ্বকাপের ফাইনালে। আর ব্রাজিলের স্ট্রাইকার ব্রানদাও ইতালির মিডফিল্ডার চিয়াগো মোত্তাকে ঢুস মারেন ফ্রান্সের লিগ ওয়ানের ম্যাচ শেষে।

ঘটনাটি শনিবার পিএসজি-বাস্তিয়া ম্যাচের। ম্যাচটি ২-০ গোলে জেতার পর ড্রেসিংরুমে যাচ্ছিলেন পিএসজির খেলোয়াড়রা। টানেলে আগে থেকেই অপেক্ষা করে ছিলেন ব্রানদাও।

মোত্তা টানেল দিয়ে হেঁটে যাওয়ার সময় গুঁতো মেরেই ভোঁ-দৌড় দেন বাস্তিয়ার স্ট্রাইকার। গুঁতো খেয়ে নাক দিয়ে রক্ত ঝরে মোত্তার। এরপরও অবশ্য ব্রানদাওকে তাড়া করেন তিনি। পরে তাকে থামায় সতীর্থ আর কর্মকর্তারা।

ব্রানদাও এই ঘটনা কেন ঘটালেন সেটা অবশ্য জানা যায়নি। তবে পিএসজির সভাপতি তার আজীবন নিষেধাজ্ঞা দাবি করেন।

একই ম্যাচে পিএসজির ব্রাজিলের দুই ফুটবলার দলের জয়ে ভূমিকা রাখেন। লুকাস মোওরা পিএসজির প্রথম গোলটি করেন, আর দাভিদ লুইস খুব দক্ষতার সঙ্গে সামলান দলের রক্ষণ। ব্রাজিলের ব্রানদাওয়ের ঢুস খাওয়া ইতালির মোত্তার জন্মও ব্রাজিলে।