৪ লাখ ডলারে বিক্রি হলো আলীর গ্লাভস

নিলামে বিক্রি হলো কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর 'ফাইট অব দ্য সেঞ্চুরি'র গ্লাভস। ১৯৭১ সালে জো ফ্রেজিয়ারের সঙ্গে সেই লড়াইয়ের গ্লাভস জোড়া বিক্রি হয়েছে প্রায় ৪ লাখ ডলারে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2014, 06:59 AM
Updated : 1 August 2014, 06:59 AM

টেক্সাস ভিত্তিক নিলাম প্রতিষ্ঠান 'হেরিটেজ অকশনস'-এর আয়োজন করা নিলামে অজ্ঞাতনামা এক খরিদ্দার গ্লাভস জোড়া কিনে নেয় মূলত ৩ লাখ ৮৮ হাজার ৩৭৫ ডলারে।

১৯৬৪ সালে আলী যেই গ্লাভস পরে প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতেন, সেটিও নিলাম করেছিল হেরিটেজ। সেই গ্লাভস জোড়া বিক্রি হয়েছিল ৮ লাখ ৩৬ হাজার ৫০০ ডলারে।
সত্তরের দশকে আলী ও ফ্রেজিয়ারের তিনটি লড়াইয়ের মধ্যে প্রথমটি হয় ১৯৭১ সালে। যেটি পরে 'ফাইট অব দ্য সেঞ্চুরি' আখ্যা পায়। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে সে বছরের ৮ মার্চে হওয়া লড়াইয়ে যুক্তরাষ্ট্রের ফ্রেজিয়ারের কাছে হেরে যান আলী।
আর এই ১৯৭১ সালেই ফ্রেজিয়ার আনুষ্ঠানিকভাবে হেভিওয়েট বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব পান।