ব্রাজিল কোচের নাম ঘোষণা মঙ্গলবার

ব্রাজিলের ফুটবল পুনর্গঠনের নেতৃত্ব কে দেবেন তা জানা যাবে মঙ্গলবার। এ দিন সংবাদ সম্মেলন করে নতুন কোচের নাম ঘোষণা করবে দেশটির ফুটবল ফেডারেশন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2014, 04:39 AM
Updated : 20 July 2014, 08:11 AM

বিশ্বকাপে ব্যর্থতার পর জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান লুইস ফেলিপে স্কলারি।

ব্রাজিলের নতুন কোচ হিসেবে দেখা যেতে পারে সাবেক খেলোয়াড় ও কোচ দুঙ্গাকে। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত দলের দায়িত্বে ছিলেন তিনি। এছাড়া সম্ভাব্য কোচ হিসেবে বিবেচনা করা হচ্ছে করিন্থিয়ানসের সাবেক কোচ তিতে, সাও পাওলোর কোচ মুরিসি রামালিয়ো এবং ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত জাতীয় দলের কোচ থাকা ভানদেরলেই লুশেমবুর্গোকে।

গত বৃহস্পতিবার ব্রাজিল দলের নতুন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ১৯৯৪ বিশ্বকাপ জয়ী দলের সদস্য গোলরক্ষক জিলমার রিনালদিকে নিয়োগ দেয়া হয়। বিশ্বকাপের সময় এ দায়িত্বে ছিলেন কার্লোস আলবের্তো পাহেইরা।

বিশ্বকাপে সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয় ব্রাজিল। এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে হারার পর সরে দাঁড়াতে বাধ্য হন স্কলারি ও তার কোচিং স্টাফরা।