স্বপ্নের একাদশে ব্রাজিল ও জার্মানির ৮ ফুটবলার

ব্রাজিল বিশ্বকাপের ‘ড্রিম টিম’ প্রকাশ করেছে ফিফা, যাতে আছেন বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও আয়োজক ব্রাজিলের চারজন করে ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2014, 02:28 AM
Updated : 17 July 2014, 11:59 AM

বুধবার প্রকাশিত এই দলের কোচের দায়িত্বে রয়েছেন জার্মানির ইওয়াখিম লুভ।

ফিফায় নিবন্ধিত সমর্থকদের ভোটে তৈরি এই একাদশ সাজানো হযেছে ৪-৩-৩ ফর্মেশনে।

আক্রমণভাগে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে আছেন ব্রাজিল তারকা নেইমার ও ৫ গোল করে সিলভার বুট জেতা জার্মানির টমাস মুলার।

মিডফিল্ডার হিসেবে এই দলে আছেন আর্জেন্টিনার আনহেল দি মারিয়া, গোল্ডেন বুট জেতা কলম্বিয়ার হামেস রদ্রিগেস ও জার্মানির টনি ক্রুস।

শেষ দুই ম্যাচে রক্ষণভাগের মারাত্মক ব্যর্থতায় ব্রাজিল ১০ গোল খেলেও স্বাগতিকদের তিন জন আছেন ডিফেন্ডারদের তালিকায়।

ব্রাজিলের চিয়াগো সিলভা, দাভিদ লুইস ও মার্সেলোর সঙ্গে অন্যজন জার্মানির মাট হুমেলস।

এই দলের গোলরক্ষক প্রতিযোগিতার সেরা জার্মানির মানুয়েল নয়ার।

ফিফার ‘ড্রিম টিম’

গোলরক্ষক: মানুয়েল নয়ার (জার্মানি)

ডিফেন্ডার: চিয়াগো সিলভা (ব্রাজিল), দাভিদ লুইস (ব্রাজিল), মার্সেলো (ব্রাজিল) ও মাটস হুমেলস (জার্মানি)

মিডফিল্ডার: আনহেল দি মারিয়া (আর্জেন্টিনা), হামেস রদ্রিগেস (কলম্বিয়া) ও টনি ক্রুস (জার্মানি)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (আর্জেন্টিনা), টমাস মুলার (জার্মানি), নেইমার (ব্রাজিল)

কোচ: ইওয়াখিম লুভ (জার্মানি)