নিজেদের মাঠে স্বরূপে ফেরার অপেক্ষায় বায়ার্ন

সান্তিয়াগো বার্নাবেউতে হেরে হতাশ হচ্ছে না বায়ার্ন মিউনিখ। নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদকে নিজেদের আসল রূপটা দেখানোর অপেক্ষায় আছে জার্মানির ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 10:49 AM
Updated : 24 April 2014, 11:16 AM
চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে আগামী মঙ্গলবার আলিয়াঞ্জ অ্যারেনায় রিয়াল মাদ্রিদকে আতিথেয়তা দেবে বায়ার্ন।

বুধবার রাতে সান্তিয়াগো বার্নবেউতে প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে ১-০ গোলে হারার পর সংবাদ সম্মেলনে বায়ার্নের কোচ পেপ গার্দিওলা পরোক্ষভাবে রিয়াল মাদ্রিদকে হুমকি দিয়ে রেখেছেন।

“আমি খুব আশাবাদী। এমনকি এই ম্যাচের (প্রথম লেগ) আগে যতটা আশাবাদী ছিলাম, এর চেয়েও বেশি।”

বায়ার্নের ক্রীড়া পরিচালক জার্মানির সাবেক ফুটবলার মাট্টিয়াস সামারও নিজেদের মাঠে দ্বিতীয় লেগে ভালো খেলার প্রতিশ্রুতি দিলেন।

“আমরা শুধু বলের নিয়ন্ত্রণ রেখেছিলাম, ফল নয়। দ্বিতীয় লেগে ফলটা নিয়ন্ত্রণ করতে হবে। ফিনিশিংয়ে আমাদের আরো নির্দয় হতে হবে।”

রিয়াল মাদ্রিদের মাঠে প্রথমার্ধে বায়ার্ন ৮০ শতাংশ সময়ই বল দখলে রেখেছিল। কিন্তু ম্যাচের একমাত্র গোলটি প্রথমার্ধেই করেছেন রিয়ালের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। গোল শোধ করতে ভালো কিছু আক্রমণ বায়ার্ন করেছিল। তবে আক্রমণভাগের দুর্বলতায় গোল পায়নি তারা।

ম্যাচ শেষে কোচ গার্দিওলা হারের কারণ হিসেবে তুলে ধরেন সেই বিষয়টিকেই, “ভালো ফিনিশিংয়ের অভাবটা খুব অনুভব করেছি।”