‘পাওলিনিয়ো বার্সায় আলাদা কিছু যোগ করেছে’

টানা দুই ম্যাচে গোল করা পাওলিনিয়োর খেলা মন কেড়েছে বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদের। তার মতে, ব্রাজিলের এই মিডফিল্ডার কাতালান ক্লাবটিতে আলাদা কিছু যোগ করেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2017, 10:55 AM
Updated : 20 Sept 2017, 10:55 AM

লা লিগার নতুন মৌসুমে শতভাগ জয়ের ধারা ধরে রাখার পথে মঙ্গলবার রাতে কাম্প নউয়ে এইবারকে ৬-১ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। লিওনেল মেসির চার গোল করার এই ম্যাচে একটি গোল করেন পাওলিনিয়ো। গেতাফের মাঠে গত শনিবার বার্সেলোনার জয়সূচক গোল করা এই খেলোয়াড় মেসিকে দিয়ে একটি গোল করিয়েছেনও।

এবারের মৌসুমেই গুয়াংজু এবারগ্রান্দে থেকে বার্সেলোনায় আসা এই পাওলিনিয়োর প্রশংসায় ভালভেরদে বলেন, “(পাওলিনিয়ো) আলাদা কিছু যোগ করেছে, যা আমাদের দলে অন্য খেলোয়াড়দের মাঝে ছিল না। আমাদের অন্যান্য খেলোয়াড় থেকে পাওলিনিয়োর ভিন্ন একটা ধরন আছে।”

“পাওলিনিয়ো অধিক শক্তিশালী একজন খেলোয়াড়। যে নিচ থেকে উপরে উঠে আসে এবং আমাদের কৌশল অনুযায়ী পেনাল্টি বক্সে ঢুকে যায়।”

লা লিগায় টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ আছে পঞ্চম স্থানে ৮ পয়েন্ট নিয়ে।