বায়ার্নে দারুণ শুরুতে সন্তুষ্ট রদ্রিগেস

শিরোপা জয় দিয়ে বায়ার্ন মিউনিখে নিজের অভিষেকে দারুণ খুশি হামেস রদ্রিগেস। ক্লাবটিতে নিজেকে মানিয়ে নেওয়ার মধ্যে থাকা এই খেলোয়াড়ের লক্ষ্য এখন পুরোপুরি ফিটনেস ফিরে পাওয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2017, 11:25 AM
Updated : 16 July 2017, 11:38 AM

শনিবার ভের্ডার ব্রেমেনকে ২-০ গোলে হারিয়ে টেলিকম কাপ জিতেছে বায়ার্ন। ম্যাচে বেশ ভালো খেলেছেন গত সপ্তাহে রিয়াল মাদ্রিদ থেকে দুই বছরের জন্য ধারে বুন্ডেসলিগা চ্যাম্পিয়নদের হয়ে খেলতে আসা রদ্রিগেস।

কার্লো আনচেলত্তির অধীনে দ্বিতীয় মেয়াদে খেলা শুরু হলো আক্রমণাত্মক এই মিডফিল্ডারের। ২০১৪ সালে রিয়ালে যোগ দিয়ে প্রথম মৌসুমটি ইতালির এই কোচের অধীনেই খেলেছিলেন তিনি।

দারুণ এক জয় দিয়ে বায়ার্নে ক্যারিয়ার শুরু করা কলম্বিয়ার এই প্লেমেকার সাংবাদিকদের বলেন, "আমি এতে খুশি। আশা করি,  কয়েকদিনের মধ্যে ফিট হয়ে উঠব।"

"মাত্র চারদিন হলো আমি এখানে অনুশীলন করছি। কিন্তু আজ (শনিবার) যা করেছি তাতে আমি খুশি। এজন্য আমার ভালো লাগছে।"

"মিউনিখে জীবনটা খুব শান্ত। এই শহরটা আমি খুবই পছন্দ করি। আশা করছি, দ্রুতই নতুন জীবনে মানিয়ে নিব।"