‘অবসরের আগ পর্যন্ত মেসিই বিশ্বসেরা থাকবে’

ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে প্রত্যাশা অনুযায়ী আলো ছড়াতে পারেননি লিওনেল মেসি। তারপরও প্রশংসা পাচ্ছেন হোর্হে সাম্পাওলির। আর্জেন্টিনার নতুন কোচের মতে অবসরের আগ পর্যন্ত বার্সেলোনার তারকা এই ফরোয়ার্ডই থাকবেন বিশ্বসেরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2017, 03:42 PM
Updated : 9 June 2017, 09:21 PM

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবারের প্রীতি ম্যাচে গাব্রিয়েল মের্কাদোর একমাত্র গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারায় আর্জেন্টিনা।

এ ম্যাচে চোখ ধাঁধানো কিছু করতে পারেননি মেসি। তবে বার্সেলোনা ফরোয়ার্ডকে সমালোচনার পথে হাঁটেননি সাম্পাওলি।

“মেসিই বিশ্বসেরা এবং অবসরের আগ পর্যন্ত সে বিশ্বসেরা হিসেবে খেলা চালিয়ে যাবে। লিওকে নিয়ে আমি সোজাসাপ্টা এটাই মনে করি।”

এদগার্দো বাউসার বিদায়ের পর আর্জেন্টিনার হাল ধরা সাম্পাওলি শুরুটা করলেন জয় দিয়ে। প্রশংসার ফাঁকে শিষ্যদের দ্বিতীয়ার্ধের খেলার যেন একটু সমালোচনাও করলেন সেভিয়ার এই সাবেক কোচ।

“সব মিলিয়ে আমি খেলোয়াড়দের উদ্যম এবং মনোভাবের প্রশংসা করি। আমরা প্রস্তুতির জন্য বেশি সময় পাইনি।”

“প্রথমার্ধে আমরা ব্রাজিলের চেয়ে গোলের সুযোগ বেশি পেয়েছিলাম এবং প্রথমার্ধে আমরা মূলত তাদের অর্ধে খেলেছি। বিরতির পর আমরা কিছুটা ভুগেছি। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার কিছু সুযোগ পেয়েছিল ব্রাজিল।”

আর্জেন্টিনা কোচ হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শুরুটা দারুণ অনুপ্রেরণার বলেও জানান সাম্পাওলি।

“ব্রাজিলকে হারানো সবসময়ই অনুপ্রেরণার; এটা একটা ধ্রুপদী ম্যাচ। আমরা এখানে শুধু খেলতে আসিনি; জিততে চেয়েছিলাম। ছেলেরা আর্জেন্টিনার জার্সির জন্য লড়াই করেছে।”