শেখ জামালকে সঙ্গে নিয়ে সেরা আটে শেখ রাসেল

ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ফেডারেশন কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ‘বি’ গ্রুপ থেকে তাদের সঙ্গী শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2017, 12:35 PM
Updated : 16 May 2017, 01:04 PM

টানা দুই হারে ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল ফরাশগঞ্জ।

শেখ জামালের কাছে ৩-০ গোলে হেরে শুরু করা ফরাশগঞ্জ মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শেখ রাসেলের কাছে একই ব্যবধানে হারে।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে শেখ জামাল ও শেখ রাসেল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ত্রয়োদশ মিনিটে এগিয়ে যেতে পারত শেখ রাসেল। আমিনুর রহমান সজীবের নীচু ক্রসে মেহবুব হাসান নয়নের ফ্লিক শেষ মুহূর্তে ফেরান গোলরক্ষক বোরহান উদ্দিন।

২৮তম মিনিটে ডি-বক্সের মধ্যে বল পেলেও তালগোল পাকিয়ে সুযোগ নষ্ট করেন ফরাশগঞ্জের আলম নবী। প্রথমার্ধে আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি আবু ইউসুফের দল।

৩১তম মিনিটে গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় ফরাশগঞ্জ। দাওদা সিসের ক্রসে মোহাম্মদ জুলফিকারের প্লেসিং শট রুখে দেন বোরহান। পরের মিনিটে দলের ত্রাতা হতে পারেননি তিনি। ডি-বক্সের বাঁ দিক দিয়ে আক্রমণে ঢোকা গাম্বিয়ার ফরোয়ার্ড সিসের কোনাকুনি শট ঠিকানা খুঁজে পায়।

৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে শেখ রাসেল। সজীবের ব্যাক হিল থেকে পাওয়া বল নিয়ে ডি-বক্সে ঢুকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে লক্ষ্যভেদ করেন অরুপ কুমার বৈদ্য।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় ফেডারেশন কাপের ২০১২ সালের চ্যাম্পিয়নরা। ডান দিক থেকে অরুপের বাড়ানো ক্রসে সজীবের প্লেসিং শট জালে জড়ায়।