আমি এই গ্রহের: রোনালদো

সময়টা বেশ কাটছে ক্রিস্তিয়ানো রোনালদোর। মৌসুমের শেষ দিকে এসে রিয়াল মাদ্রিদকে এনে দিচ্ছেন দারুণ সব সাফল্য। চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদকে হারানোর ম্যাচে হ্যাটট্রিক করার পথে গড়েন বেশ কিছু কীর্তি। চমৎকার ওই পারফরম্যান্সের পর পর্তুগিজ এই ফরোয়ার্ড জোর দিয়ে বললেন, “আমি এই গ্রহেরই মানুষ!”

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2017, 04:15 PM
Updated : 4 May 2017, 04:25 PM

মঙ্গলবার সেমি-ফাইনালে প্রথম লেগে রোনালদোর হ্যাটট্রিকে ৩-০ গোলে জিতে ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেছে রিয়াল। এই তিন গোলে চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির সাত হ্যাটট্রিকের রেকর্ডে ভাগ বসান পর্তুগিজ ফরোয়ার্ড। প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতাটির নকআউট পর্বে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি নকআউট পর্বে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করার কীর্তি গড়েন চার বারের বর্ষসেরা এই ফুটবলার।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ তিন ম্যাচে আট গোল করা রোনালদো জানান, কঠোর পরিশ্রমের ফলেই সাফল্য পাচ্ছেন তিনি।

“সত্যিটা হলো, আমি আসলেই ভালো অনুভব করছি। লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের এই শেষ ধাপের জন্য আমি নিজেকে প্রস্তুত করেছি। অবশ্যই কিছুটা ভাগ্যও আছে। আমি নিজেকে প্রস্তুত করেছি এবং সবকিছু ভালোমতো কাজ করেছে। আর তা শুধু আমার জন্য নয়, দলের জন্যও।"

“একারণেই আমি বলি, নিষ্ঠা ও কঠিন পরিশ্রমে সাফল্য স্বাভাবিকভাবেই আসে। আমি খুব ভাগ্যবান আর আমি এই গ্রহের!”