মেসিকে নিষিদ্ধ করায় ক্ষেপেছেন আর্জেন্টিনা কোচ

বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের কয়েক ঘণ্টা আগে লিওনেল মেসিকে নিষিদ্ধ করার ফিফার ঘোষণায় বেজায় চটেছেন কোচ এদগার্দো বাউসা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2017, 10:14 AM
Updated : 29 March 2017, 10:15 AM

বলিভিয়ার বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচের হতাশা আরও বেড়েছে। পাঁচবারের বর্ষসেরা এই খেলোয়াড়কে ছাড়া মঙ্গলবার রাতে লা পাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার কাছে ২-০ গোলে হারে তার দল।

গত সপ্তাহে চিলির বিপক্ষে ম্যাচে সহকারী রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় আন্তর্জাতিক ফুটবলে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড মেসি।

ম্যাচ শুরুর অল্প কিছু আগে ফিফার এমন সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করেন আর্জেন্টিনা কোচ।

“এটি আমাদের বিস্মিত করেছে যে, একটি আইনি জবাব দেওয়ার জন্য আমাদের অল্প সময় দেওয়া হয়েছে।… সে (মেসি) যে শুধু খেলতে পারেনি তা নয়, অন্য কাউকে নিয়ে কাজ করার সময়ও আমরা পাইনি।”

মেসির অনুপস্থিতির সুযোগ নিতে ভুল করেনি বলিভিয়া। হুয়ান কার্লোস আর্সে ও মার্সেলো মোরানোর গোলে সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে নেমে এসেছে আর্জেন্টিনা। ১৪ ম্যাচ থেকে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট এখন ২২।

সর্বোচ্চ ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে রাশিয়া বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল।