ফিরমিনোয় আস্থা ব্রাজিল কোচের

চোটে পড়া গাব্রিয়েল জেসুসের জায়গা পূরণে আক্রমণভাগে লিভারপুলের রবের্তো ফিরমিনোকে বেছে নিয়েছেন ব্রাজিল কোচ তিতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2017, 07:51 AM
Updated : 23 March 2017, 07:51 AM

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় উরুগুয়ের মাঠে খেলবে ব্রাজিল।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্রাজিল চোটের কারণে পাচ্ছে না দেশের হয়ে খেলা শুরুর ছয় ম্যাচে ৫ গোল করা জেসুসকে। এ ম্যাচ সামনে রেখে বুধবার ফিরমিনোকে দিয়ে ম্যানচেস্টার সিটির জেসুসের অভাব পূরণের লক্ষ্য জানান তিতে।

“গোল করাসহ ভালো ফর্ম নিয়ে ফিরমিনো এসেছে; সে দলে নির্বাচিত হওয়ার যৌক্তিকতা প্রমাণ করেছে।”

মন্তেভিদিওতে ব্রাজিলের হয়ে নিজের ত্রয়োদশ ম্যাচ খেলতে নামবেন ফিরমিনো। আর ব্রাজিল নামবে তিতের অধীনে টানা অষ্টম জয় পাওয়ার আশা নিয়ে।

১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। উরুগুয়ের মাঠে খেলার পাঁচ দিন পর তারা প্যারাগুয়ের বিপক্ষে খেলবে। এ দুই ম্যাচে হার এড়াতে পারলে তিতের দলের রাশিয়া বিশ্বকাপের টিকেট পাওয়া প্রায় নিশ্চিত হয়ে যাবে।

২০১০ ও ২০০৬ বিশ্বকাপের বাছাইয়ে ২৮ পয়েন্টই যথেষ্ঠ ছিল দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে চতুর্থ দল হিসেবে সরাসরি মূল পর্বের টিকেট পাওয়ার ক্ষেত্রে।

মন্তেভিদিওতে ম্যাচটি দুই কোচের জন্যও অন্যরকম লড়াই। গত গ্রীষ্মে করিন্থিয়ান্সের দায়িত্ব ছেড়ে ব্রাজিলের হাল ধরার পর কোচ হিসেবে টানা সাত ম্যাচ জিতেছেন তিতে। এবার তিনি মুখোমুখি উরুগুয়ের কোচ অস্কার তাবারেসের; যিনি ফুটবল বিশ্বের অন্যতম অভিজ্ঞ কোচ।

৭০ বছর বয়সী তাবারেস উরুগুয়ের কোচ রয়েছেন ১১ বছর ধরে। ২০১০ সালে তার অধীনে বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠে দলটি। পরের বছর নিজেদের মাঠে জেতে কোপা আমেরিকার শিরোপা। তবে উরুগুয়ের কোচ হিসেবে ব্রাজিলকে কখনই হারাতে পারেননি তিনি। লাতিন আমেরিকার দলগুলোর মধ্যে একমাত্র ব্রাজিলই তার কাছে অজেয় রয়েছে।

এ ম্যাচে দুটি দলই পাবে না নির্ভরযোগ্য অনেক খেলোয়াড়কে। জেসুস ছাড়াও বায়ার্ন মিউনিখে খেলা উইঙ্গার দগলাস কস্তাকেও পাবে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের তুলনায় উরুগুয়ের পরিস্থিতি আরও খারাপ। নিষেধাজ্ঞার কারণে বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেস, আতলেতিকো মাদ্রিদের ডিফেন্ডার হোসে মারিয়া জিমেনেস এবং প্রথম পছন্দের গোলরক্ষক ফের্নান্দো মুসলেরাকে পাচ্ছে না স্বাগতিকরা।