হাল সিটির কাছে হেরেও লিগ কাপের ফাইনালে ম্যানইউ

সব প্রতিযোগিতা মিলে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার পর হাল সিটির কাছে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে প্রথম লেগে পাওয়া জয়ে ভর করে লিগ কাপের ফাইনালে উঠেছে জোসে মরিনিয়োর দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2017, 11:16 PM
Updated : 26 Jan 2017, 11:16 PM

বৃহস্পতিবার রাতে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে হাল সিটির মাঠে ২-১ গোলে হারে ইউনাইটেড। তবে নিজেদের মাঠে ২-০ গোলে জিতে এগিয়ে থাকায় ফাইনালে সাউথ্যাম্পটনের প্রতিপক্ষ হতে সমস্যা হয়নি রেড ডেভিলদের।

৩৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন টম হাডলস্টোন। মার্কোস রোহো হ্যারি ম্যাগুয়ারের জামা টানায় স্পটকিকের বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

এগিয়ে গিয়ে কিছুটা আত্মবিশ্বাস পেয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগে ১৯তম অবস্থানে থাকা হাল। তবে দ্বিতীয়ার্ধের ৬৬তম মিনিটে পল পগবার সমতা ফেরানো গোলে দুই লেগ মিলিয়ে আবারও দুই গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।

৭৩তম মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার রোহোর হেডে বল ক্রসবারে লাগলে এগিয়ে যাওয়া হয়নি ইউনাইটেডের। পাঁচ মিনিট পর হাল সিটির উমার নিয়াসিকেও গোলবঞ্চিত করে ক্রসবার। ৮০তম মিনিটে অবশ্য ঠিকই গোল পান এই সেনেগালের এই স্ট্রাইকার। তবে অতিথিরা আর কোনো বিপদ হতে দেয়নি।

ইএফএল কাপ নামে পরিচিত এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ২৬ ফেব্রুয়ারি লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে।