‘বিবিসি’ ত্রয়ীর প্রতি শ্রদ্ধা নেইমারের

‘এমএসএন’, নাকি বিবিসি- সেরার প্রশ্নে কোনো ত্রয়ীকেই বেছে নিতে পারলেন না বার্সেলোনার তারকা ফুটবলার নেইমার। বার্সেলোনার আক্রমণত্রয়ীর অন্যতম সদস্য ব্রাজিলের এই ফরোয়ার্ডের কাছে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, করিম বেনজেমা শ্রদ্ধা পাওয়ার দাবিদার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2016, 09:49 AM
Updated : 17 Dec 2016, 09:49 AM

সিএনএনকে নেইমার জানান, দুই ত্রয়ীর কোনটি সেরা তা বেছে নিতে পারছেন না তিনি।

“তারা তারকা ফুটবলার, যাদের সবাই শ্রদ্ধা করে।”

“ক্রিস্তিয়ানো রোনালদো চারবার ব্যালন ডি’অর জিতেছে এবং বেল খুব ভালো মৌসুম কাটাচ্ছে। বেনজেমা একজন দুর্দান্ত স্ট্রাইকার যাকে আমি সুপারস্টার মনে করি।”

“এটা ভালো একটা লড়াই, একটি স্বাস্থ্যকর লড়াই যা আমাদের ক্লাসিকোতে হয়।”

“আমি বলবো না যে কোনটা সেরা ত্রয়ী কারণ আমি এভাবে বলতে পছন্দ করি না। আমি কখনই বলতে চাইনা যে আমি অন্য কারও চেয়ে ভালো। তবে এই ত্রয়ী (বার্সেলোনার এমএসএন) ইতিহাস গড়েছে এবং গড়ে যাবে।”

রিয়াল মাদ্রিদ থেকে কাউকে বার্সেলোনায় নিতে হলে কাকে বাছবেন এই প্রশ্নে ব্রাজিল জাতীয় দলের সতীর্থের কথাই বললেন নেইমার।

“আমি মার্সেলোকে বেছে নিতাম। কারণ, সে আমার বন্ধু!”

ক্রিস্তিয়ানোকেও না? “না, আমি মার্সেলোকেই নিতাম”