স্টোককে হারিয়ে শীর্ষে আর্সেনাল

স্টোক সিটির মাঠে দারুণ এক জয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এসেছে আর্সেনাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2016, 04:57 PM
Updated : 10 Dec 2016, 05:08 PM

প্রথমে পিছিয়ে পড়া আর্সেন ভেঙ্গারের দল দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে।

এমিরেটস স্টেডিয়ামে শনিবার স্থানীয় সময় বিকালে শুরু ম্যাচে চার্লি অ্যাডামের গোলে পিছিয়ে পড়া আর্সেনালকে সমতায় ফেরান থিও ওয়ালকট। দ্বিতীয়ার্ধে শুরুতে মেসুত ওজিলের গোলে এগিয়ে যাওয়ার পর জয় নিশ্চিত করেন আলেক্স আইওবি।

এই জয়ের পর আর্সেনালের পয়েন্ট হলো ১৫ ম্যাচে ৩৪। এক ম্যাচ কম খেলা চেলসির পয়েন্টও সমান; তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা।

ঘরের মাঠে ম্যাচের ২৯তম মিনিটে পিছিয়ে পড়ে আর্সেনাল। মিডফিল্ডার গ্রানিত জাকা নিজেদের ডি বক্সে জো অ্যালেনকে কনুই দিয়ে আঘাত করলে পেনাল্টি পায় স্টোক সিটি। সফল স্পটকিকে দলকে এগিয়ে দেন স্কটিশ মিডফিল্ডার অ্যাডাম।

৪২তম মিনিটে দলকে সমতায় ফেরান ওয়ালকট। এক্তর বেলেরিনের একটু উঁচু করে বাড়ানো বলে দুরূহ কোণ থেকে প্রথম ছোঁয়াতেই ক্লাবের হয়ে শততম গোলটি করেন ইংলিশ এই ফরোয়ার্ড।

৪৯তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইনের চিপ করে বাড়ানো বল ডি বক্সে পেয়ে চমৎকার হেডে গোলরক্ষকের মাথার উপর দিয়ে লক্ষ্যভেদ করেন ওজিল।

৭০তম মিনিটে চেম্বারলেইনকে বসিয়ে আইওবিকে নামান কোচ ভেঙ্গার। পাঁচ মিনিটের মধ্যেই কোচের আস্থার প্রতিদান দিয়ে ব্যবধান বাড়ান নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।

বাঁ-দিক থেকে আক্রমণে ওঠা সানচেস প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে পড়ে গেলে বল পেয়ে যান আইওবি। দ্রুত ডি-বক্সে ঢুকে ডান পায়ের কোনাকুনি শটে জয় নিশ্চিত করেন তিনি।

দিনের প্রথম ম্যাচে ওয়াফোর্ডের মাঠে ৩-২ গোলে হেরে গেছে এভারটন।