রিয়ালে এটাই আমার শেষ চুক্তি নয়: রোনালদো

রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্প্রতি করা নতুন চুক্তিই স্পেনের সফলতম ক্লাবটিতে শেষ নয় বলে জানিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সান্তিয়াগো বের্নাবেউয়ে আরও অনেক বছর থাকতে চান পর্তুগালের এই তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2016, 04:10 PM
Updated : 7 Nov 2016, 04:10 PM

রিয়াল গত রোববার রোনালদোর সঙ্গে নতুন চুক্তি করার ঘোষণা দেয়। ২০২১ সাল পর্যন্ত বের্নাবেউয়ে থাকবেন ৩১ বছর বয়সী পর্তুগাল অধিনায়ক।

রোনালদোর নতুন চুক্তি নিয়ে ক্লাবের অনুষ্ঠানে এই তারকা বলেন, “আমি রিয়াল মাদ্রিদের সভাপতি, ক্লাবকে, আমার সতীর্থদের, যারা আমাকে এই পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে তাদের ধন্যবাদ জানাতে চাই। এটা একটি খুব গুরুত্বপূর্ণ দিন। আমি অনেকবার বলেছি যে আমি এই ক্লাবকে আমার হৃদয়ে ধারণ করি, এটা আমার অংশ।”

“আমি এখানে আরও ৫ বছর থাকব। এটা জারাতে দিন, এটা আমার শেষ চুক্তি হবে না।”

রিয়ালেই ক্যারিয়ার শেষ করতে চান বলে জানান রোনালদো।

“আমাকে অপেক্ষা করতে হবে এবং (আমার অবসরের তারিখ) দেখতে হবে। কে জানে ভবিষ্যতে কী নিয়ে অপেক্ষা করছে। অবশ্যই আমি এই ক্লাবেই আমার ক্যারিয়ার শেষ করতে চাই। …এখানে আমি ভবিষ্যতে অনেক বছর থাকতে চাই।”

২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে নাম লেখানোর পর ক্লাবটির হয়ে ৩৬০ ম্যাচ খেলে ৩৭১ গোল করেন রোনালদো।