রিয়ালের হয়ে বিখ্যাত গোলটি করতে চেয়েছিলেন বার্সার রোনালদো

১৯৯৬ সালে বার্সেলোনার হয়ে লা লিগায় অসাধারণ এক গোল করেছিলেন ব্রাজিলের সাবেক তারকা ফরোয়ার্ড রোনালদো। তবে গোলটি রিয়াল মাদ্রিদের হয়ে করতে পারলেই ভালো লাগত বলে জানিয়েছেন ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা এই খেলোয়াড়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2016, 10:54 AM
Updated : 29 Oct 2016, 10:54 AM

কম্পোসতেলার বিপক্ষে সেই ম্যাচে নিজেদের অর্ধে বল পেয়েছিলেন তখন ২০ বছর বয়সী রোনালদো। এর পর বেশ কয়েকজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে পড়ে দর্শনীয় গোলটি করেন রিয়াল, ইন্টার মিলান ও এসি মিলানের সাবেক ফরোয়ার্ড।

গোলটি নিয়ে সম্প্রতি রোনালদো বলেন, “এটা দারুণ একটি গোল ছিল, কিন্তু সত্যি হচ্ছে আমি এটা রিয়াল মাদ্রিদের হয়ে করতে পছন্দ করতাম।”

“একমাত্র দু:খ হচ্ছে এই যে আমি যখন গোলটি করেছিলাম তখন মাদ্রিদে ছিলাম না।”

পিএসভি আইন্দহোভেন থেকে বার্সেলোনায় নাম লেখানো রোনালদো কাতালান ক্লাবটিতে মাত্র এক মৌসুম খেলেন। দলটির হয়ে ৪৯ ম্যাচ খেলে ৪৭ গোল করেন তিনি। এর পর ১৯৯৭ সালে ইতালির ক্লাব ইন্টার মিলানে যোগ দেন তিনি।

২০০২ সালে রিয়ালের হয়ে আবার স্পেনের ফুটবলে ফিরেছিলেন রোনালদো। সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্লাবটিতে পাঁচ মৌসুম খেলেছিলেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতা এই তারকা।