উত্তর বারিধারায় ব্রাজিলিয়ান স্ট্রাইকার

প্রিমিয়ার লিগের প্রথম পর্বের তলানিতে থাকা উত্তর বারিধারায় ব্রাজিলের এক স্ট্রাইকারকে দলে নিয়েছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2016, 03:12 PM
Updated : 26 Oct 2016, 03:12 PM

ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ২৮ বছর বয়সী লিওনার্দো ভিয়েইরা লিমাকে চুক্তিবদ্ধ করার কথা জানান। 
 

“গত পরশুই লিমা এসেছে এবং আমরা চুক্তিটা সেরে ফেলেছি। আপাতত তাকে মৌসুমের বাকিটা সময়ের জন্য নিয়েছি আমরা। আশা করি, সে আমাদের প্রয়োজন মেটাতে পারবে।”
১১ ম্যাচে দুই জয়ে পাওয়া ৬ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে এ মুহূর্তে সবার নিচে আছে উত্তর বারিধারা।
কোচ রাশেদ হোসেন পাপ্পু আশা করছেন, সব শেষ মালদ্বীপের ঘরোয়া লিগে খেলা লিমা দলকে প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারবে।
“লিমার নিবন্ধনও আমরা করিয়ে ফেলেছি। আশা করি, তার অন্তর্ভুক্তিকে দলের আক্রমণভাগের শক্তি বাড়বে।”
“আমরা সব মিলিয়ে চার জন খেলোয়াড় নিব। বাকিদের নিয়ে এখই বলব না। আশা করি, প্রথম লেগের ভুলগুলো আমরা দ্বিতীয় লেগে শুধরে নিতে পারব।”