আরও ৫ বছর বার্সায় থাকছেন নেইমার

নেইমারের সঙ্গে বার্সেলোনার নতুন চুক্তির সম্ভাবনা নিয়ে খবর আসছিল অনেক দিন ধরে। অবশেষে এল চূড়ান্ত ঘোষণা; পাঁচ বছরের নতুন চুক্তি করতে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2016, 02:08 PM
Updated : 17 Oct 2016, 02:08 PM

আগামী শুক্রবার নেইমার চুক্তিতে সই করবেন বলে সোমবার ক্লাবের ওয়েবসাইটে জানিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ।

নতুন চুক্তি অনুযায়ী ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত কাম্প নউয়ে থাকবেন ব্রাজিলিয়ান তারকা।

২০১৩ সালে কাম্প নউয়ে যোগ দেওয়ার পর থেকে এ পর্যন্ত ক্লাবটির হয়ে ১৪৯ ম্যাচে ৯০টি গোল করেছেন নেইমার। এ সময়ে জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লিগসহ মোট ৯টি শিরোপা। ২০১৪-১৫ মৌসুমে দলকে অনন্য ‘ট্রেবল’ জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইউভেন্তুসকে ৩-১ ব্যবধানে হারানোর ম্যাচে গোল করেছিলেন নেইমার। গত মৌসুমে সেভিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জেতা কোপা দেল রের ফাইনালেও গোল করেন তিনি।

লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের সঙ্গে মিলে গড়ে তুলেছেন ফুটবল বিশ্বের সবচেয়ে বিধ্বংসী আক্রমণত্রয়ী। ‘এমএসএন’ নামে পরিচিত এই ত্রয়ী ২০১৪-১৫ মৌসুমে মোট ১২২ গোল করেন। পরের মৌসুমে ছাড়িয়ে যান পূর্বের পারফরম্যান্স; করেন রেকর্ড ১৩১ গোল।

নেইমারের সঙ্গে লা লিগা চ্যাম্পিয়নদের বর্তমান চুক্তি ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত।