দুই ব্রাজিলিয়ান না থাকায় উদ্বিগ্ন জিদান

লাস পালমাসের বিপক্ষে দলের দুই ব্রাজিলিয়ান খেলোয়াড় মার্সেলো আর কাসেমিরোকে পাচ্ছেন না বলে উদ্বিগ্ন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2016, 04:12 PM
Updated : 23 Sept 2016, 04:21 PM

প্রতিপক্ষের মাঠে লা লিগার ম্যাচটি রিয়াল খেলতে নামবে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়।

সান্তিয়াগো বের্নাবেউয়ে গত বুধবার লা লিগায় ভিয়ারিয়ালের সঙ্গে রিয়ালের ১-১ গোলে ড্র করা ম্যাচের প্রথমার্ধে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন মার্সেলো আর কাসেমিরো।

মিডফিল্ডার কাসেমিরোর বাঁ পায়ের ফিবুলায় চিড় ধরেছে। আর ডিফেন্ডার মার্সেলোর চোট ডান পায়ের পেছনের মাংসপেশিতে। স্পেনের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী কাসেমিরোকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। আর মার্সেলোকে মাঠের বাইরে থাকতে হতে পারে দুই থেকে তিন সপ্তাহ।

পালমাসের বিপক্ষে ম্যাচের আগের দিন জিদান বলেন, “খেলোয়াড়রা চোট পেলে আমি সব সময়ই উদ্বিগ্ন হয়েছি; বিশেষ করে মার্সেলো আর কাসেমিরোর মতো শুরুর একাদশে খেলা খেলোয়াড়রা চোট পেলে।”

“শেষ কথা হলো, এটা নিয়ে আমরা কিছু করতে পারি না। আমি আশা করছি, যতটা মনে হচ্ছে, চোট তত গুরুতর নয়। আমরা যতটা ভাবছি তার চেয়ে দ্রুতই ফিরবে তারা।”

কাসেমিরোর না থাকাই বেশি ভাবাচ্ছে জিদানকে। 

“এটা পরিষ্কার যে কাসেমিরোর পজিশনে সম্ভবত ঠিক তার মতো কেউ নেই, কিন্তু আমরা কিছু পরিবর্তন করব এবং একটু ভিন্ন হব।”