শিষ্যদের মানসিকতায় মুগ্ধ ভেঙ্গার

পিএসজির বিপক্ষে প্রথম মিনিটেই পিছিয়ে পড়ার পরও শিষ্যরা স্বাভাবিক থেকে ড্র নিয়ে মাঠ ছাড়তে পারায় খুশি আর্সেনাল কোচ আর্সেন ভেঙ্গার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2016, 10:53 AM
Updated : 14 Sept 2016, 10:53 AM

পিএসজির মাঠ থেকে গত মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র করে ফেরে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

ম্যাচের ৪৪ সেকেন্ডেই স্বাগতিকদের এগিয়ে দেন উরুগুয়ের ফরোয়ার্ড এদিনসন কাভানি। ৭২তম মিনিটে গোলটি শোধ দেন আর্সেনালের চিলিয়ান ফরোয়ার্ড আলেক্সিস সানচেস।

ম্যাচ শেষে ভেঙ্গার বলেন, "আমরা ম্যাচটি খুব ভালোভাবে শুরু করিনি আর কয়েকবারই দ্বিতীয় গোল খেতে পারতাম কিন্তু মানসিক দিক থেকে আমরা ম্যাচে থেকেছি। দ্বিতীয়ার্ধে আমরা দারুণভাবে ফিরে এসেছি।"

"আপনি যখন এমন একটি মানের দলের বিপক্ষে এত বাজেভাবে শুরু করবেন, আপনার অভিজ্ঞতা না থাকলে আপনি ভুল করতে পারেন। কিন্তু আমরা আতঙ্কিত হইনি, আমরা স্বাভাবিকতা দেখিয়েছি এবং এটা অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত।"

জয় পেলেও শিষ্যদের খেলায় খুশি পিএসজির কোচ উনাই এমেরি।

"এটা সেরা ফল নয় কিন্তু আমার দল যেমন খেলেছে তাতে আমি খুশি। আমাদের জয় প্রাপ্য ছিল, সাতটি পরিষ্কার সুযোগ পেয়েছি আমরা।"