৩১০ শুটার নিয়ে শুরু হচ্ছে জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপ

শুক্রবার থেকে শুরু হচ্ছে জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপের ২৮তম আসর। আট দিন ব্যাপী প্রতিযোগিতায় ২৩টি ইভেন্টে ৩৫টি ক্লাবের সব মিলিয়ে ৩১০ জন প্রতিযোগী অংশ নেবে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2016, 12:30 PM
Updated : 25 August 2016, 03:16 PM

গুলশানের শুটিং ফেডারেশনে বৃহস্পতিবার চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ১০ মিটার এয়ার রাইফেল শুটিং রেঞ্জের আধুনিকায়ন করা হয়েছে।

হেশাম উদ্দিন, জামাল উদ্দিন আহমেদ, মেহেদী আলী ইমাম, কাজী মনিরুজ্জামানকে মরোণোত্তর ও মুয়িদ চৌধূরী-এই সাবেক পাঁচ সংগঠককে সম্মাননা দেয় শুটিং ফেডারেশন।

আগামী বুধবার শেষ হবে জাতীয় শুটিংয়ের এবারের আসর।