৮০০ মিটারে চ্যাম্পিয়ন সেমেনিয়া

নিজের সেরা টাইমিং করে মেয়েদের ৮০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন দক্ষিণ আফ্রিকার কাস্টার সেমেনিয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2016, 06:40 AM
Updated : 21 August 2016, 06:41 AM
রিও অলিম্পিকের পঞ্চদশ দিনে বাংলাদেশ সময় রোববার সকালে ক্যারিয়ারের প্রথম অলিম্পিক সোনা জিততে সেমেনিয়া সময় নেন ১ মিনিট ৫৫.২৮ সেকেন্ড।

বুরুন্ডির ফসিনে নিওঁসাবা ১ মিনিট ৫৬.৪৯ সেকেন্ড সময় নিয়ে রুপা জেতেন। অলিম্পিকে সব ক্রীড়া মিলিয়ে এটি দেশটির দ্বিতীয় পদক।

কেনিয়ার মার্গারেট ওয়ামবুই জেতেন ব্রোঞ্জ।

২৫ বছর বয়সী সেমেনিয়া লন্ডনে চার বছর আগে রুপা জিতেছিলেন। রিও অলিম্পিক শুরু করার আগে ধারণা করা হচ্ছিল তিনি চেক প্রজাতন্ত্রের ইয়ারমিলা ক্রাতোচভিলোভার ১৯৮৩ সালে গড়া ১ মিনিট ৫৩.২৮ সেকেন্ডের বিশ্ব রেকর্ড ভাঙতে পারবেন। অ্যাথলেটিক্সে এই রেকর্ডই সবচেয়ে বেশি সময় ধরে টিকে আছে।

সেমেনিয়া বলেন, “সত্যি বলতে কি, বিশ্ব রেকর্ড ভাঙা আমাদের লক্ষ্য ছিল না। আমরা মনোযোগ বেশি দিয়েছি আমাদের সেরাটা যেন দিতে পারি।”