নেইমারে মুগ্ধ ব্রাজিল কোচ

অসাধারণ খেলে ব্রাজিলকে রিও দে জেনেইরো অলিম্পিক ফুটবলের ফাইনালে তোলা নেইমারকে নিয়ে উচ্ছ্বসিত দেশটির কোচ রজেরিও মিকালে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2016, 07:31 AM
Updated : 16 Oct 2016, 10:54 AM

ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার রাতে প্রথম সেমি-ফাইনালে হন্ডুরাসকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দেয় স্বাগতিক ব্রাজিল। দলকে জেতাতে জোড়া গোল করেন নেইমার ও গাব্রিয়েল জেসুস। একবার করে লক্ষ্যভেদ করেন মারকুইনিয়োস ও লুয়ান।

ম্যাচের পঞ্চদশ সেকেন্ডেই গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার, যেটা অলিম্পিক ফুটবলে দ্রুততম গোলের রেকর্ড।

নেইমারকে কিভাবে বর্ণনা করবেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে অলিম্পিক দলের কোচ মিকালে বলেন, ‘একটা দানব’!... সে মুগ্ধ করে।”

“তার প্রতিভা আছে। …তার মতো আরও খেলোয়াড় খুঁজে পেতে আমরা জানতে চাই সে কিভাবে উন্নতি করেছে। আমরা বোঝার চেষ্টা করে যাব, আমি স্বীকার করছি যে এটা জটিল।”

অলিম্পিক ফুটবলে প্রথমবারের মতো সোনা জয়ের স্বপ্ন পূরণের শেষ ধাপে ব্রাজিলের বাধা জার্মানি। অন্য সেমি-ফাইনালে নাইজেরিয়াকে ২-০ গোলে হারায় তারা।

ফাইনাল নিয়ে মিকালে বলেন, “লড়াইয়ে ঘাটতি থাকবে না আমাদের। শুরু থেকেই ম্যাচটি নিয়ন্ত্রণ করার দিকে নজর দেব আমরা। আমাদের ফুটবল মান সম্পন্ন, আমরা কঠোর পরিশ্রমও করি।”

“আমরা একটি দল হিসেবে খেলছি। দারুণ এই স্বপ্ন অর্জনে আমাদের আশা করার পেছনে এটা একটা কারণ। সোনা জিততে আমরা আমাদের সেরাটা দেব।”