রেকর্ড গড়ে চীনের ক্লাবে যাচ্ছেন ব্রাজিলের হাল্ক

এশিয়ান ট্রান্সফার ফির রেকর্ড গড়ে চীনের ক্লাব সাংহাই এসআইপিজি জেনিতের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হাল্ককে চুক্তিবদ্ধ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2016, 03:59 PM
Updated : 28 June 2016, 03:59 PM

মেডিক্যাল পরীক্ষার জন্য আগামী বুধবার ২৯ বছর বয়সী হাল্কের চীনে যাওয়ার কথা।

হাল্ককে পেতে সাংহাই এসআইপিজি ৪ কোটি ৫৭ লাখ পাউন্ড খরচ করছে বলে খবর দেয় সংবাদমাধ্যম।

এর আগে শাখতার দোনেৎস্কের ব্রাজিলিয়ান মিডফিল্ডার আলেক্স তেইসেইরাকে পেতে ৩ কোটি ৮০ লাখ পাউন্ড খরচ করে এশিয়ান ট্রান্সফার ফির রেকর্ড গড়েছিল জিয়াংসু সুনিং।

চীনের সুপার লিগে শীর্ষে থাকা গুয়াংজো এভারগ্রান্দের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে থাকায় বেশ চাপে আছেন সাংহাইয়ের দায়িত্বে থাকা ইংল্যান্ডের সাবেক কোচ সভেন গোরান এরিকসন।

কোপা আমেরিকার শতবর্ষী আসরের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়া ব্রাজিল দলে থাকলেও একটি ম্যাচ খেলেন গত মৌসুমে জেনিতের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে চার গোল করা হাল্ক।

গত ফেব্রুয়ারির দলবদলের বাজারে চীনের সুপার লিগের ক্লাবগুলো খেলোয়াড় কিনতে ১৯ কোটি ৯৫ লাখ পাউন্ডেরও বেশি খরচ করে।

গত মার্চে চীনের ফুটবল অ্যাসোসিয়েশন ২০৫০ সালের মধ্যে তাদের দেশকে ফুটবল পরাশক্তি হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা ঘোষণা করে।

ফিফা র‌্যাংকিংয়ে বর্তমানে তাদের অবস্থান ৮১তম স্থানে। নিজেদের ফুটবল ইতিহাসে ২০০২ সালেই কেবল বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছিল তারা।