রিয়ালের তথ্য জানানোর লোক আছে পেল্লেগ্রিনির

চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচ নিয়ে রিয়াল মাদ্রিদের পরিকল্পনার নানা দিক জানানোর জন্য স্পেনে তার অনেক বন্ধু আছে বলে টুর্নামেন্টের সফলতম ক্লাবটিকে সতর্ক করে দিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ মানুয়েল পেল্লেগ্রিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2016, 12:12 PM
Updated : 1 May 2016, 12:13 PM

নিজেদের মাঠে প্রথম পর্বে গোলশূন্য ড্র করা সিটি আগামী বুধবার রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে দ্বিতীয় পর্বের ম্যাচটি খেলবে।

পেল্লেগ্রিনি বলেন, "স্পেনে আমার অনেক বন্ধু আছে। আমি সব সময়ই প্রত্যেক ম্যাচের আগে যত বেশি সম্ভব প্রতিপক্ষ সম্পর্কে তথ্য নিতে চেষ্টা করি। মাদ্রিদ ম্যাচ নিয়ে সকালের সভায় আমি খেলোয়াড়দের বলেছি যে, রোনালদো হয়ত খেলবে না।"

রোনালদোর চোট খুব বড় নয় উল্লেখ করে পেল্লেগ্রিনি বলেন, "তাদের জন্য ঝুঁকি নেওয়া কঠিন। কারণ, তারা জানে না সে শুধু পাঁচ মিনিটই খেলবে কিনা এবং তার পর তাকে পুরো মৌসুমের জন্য হারাবে কিনা।"

"আমি নিশ্চিত আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করা ভিন্ন এক রিয়াল মাদ্রিদকে দেখব আমরা" যোগ করেন পেল্লেগ্রিনি।

তবে সিটিও প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার প্রস্তুতি নিয়েই বের্নাবেউতে যাবে বলে জানান পেল্লেগ্রিনি।

"আমরা সেখানে কেবল ড্র ধরে রাখতে যাচ্ছি না। আমরা শুরু থেকেই গোল করার চেষ্টা করব। পরিকল্পনা হচ্ছে রক্ষণ ও আক্রমণ করা এবং শুধু একজন খেলোয়াড় নিয়ে না ভাবা।"