কারও হোঁচটের অপেক্ষায় নেই বার্সা

আর মাত্র দুটি ম্যাচ বাকি; জিতলেই শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসবে বার্সেলোনা। এই অবস্থায় প্রতিদ্বন্দ্বী দুই দল আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের হোঁচটের অপেক্ষায় না থেকে নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চান কাতালান ক্লাবটির কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2016, 07:27 AM
Updated : 1 May 2016, 07:28 AM

ইভান রাকিতিচ ও লুইস সুয়ারেসের গোলে গত শনিবার রিয়াল বেতিসের মাঠ থেকে ২-০ ব্যবধানে জিতে আসে বার্সেলোনা।
 
একই দিন জয় পেয়েছে রিয়াল আর আতলেতিকোও। ৩৬ ম্যাচ শেষে তাই শিরোপা লড়াইয়ের উত্তেজনা সেই আগের মতোই আছে।
 
৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়েও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো। আর তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৮৪। 
 
ম্যাচ শেষে এনরিকে বলেন, “আমরা কখনোই ভাবিনি যে, লিগ জেতা হয়ে গেছে। কিন্তু আমরা শীর্ষে আছি এবং এখনও নিজেদের উপরই নির্ভর করছি।”
 
“এটা খুব প্রতিদ্বন্দ্বিতাময় একটা লিগ। আমি মনে করি, তিন প্রতিদ্বন্দ্বীই খুব শক্তিশালী। আমাদের সবারই দারুণ মৌসুম যাচ্ছে, সবাই ভালো খেলছে। আমি মনে করি না, কেউ হোঁচট খাবে।”
 
আগের দুই ম্যাচে দেপোর্তিভো লা করুনাকে ৮-০ আর স্পোর্তিং গিহনকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া বার্সেলোনা বেতিসের মাঠে বড় জয় পায়নি। 
 
এনরিকে বলেন, “এখন মনে হচ্ছে, আপনি যদি প্রত্যেকটি ম্যাচ ৮-০ ব্যবধানে না জেতেন, তাহলে (দল ভালো খেলেনি)। …এটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি লিগ।”