রোনালদোর সঙ্গে ঝামেলা নেই বেলের

ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে গ্যারেথ বেলের সম্পর্কের জটিলতা নিয়ে গণমাধ্যমে অনেকবার খবর হয়েছে। কিন্তু আক্রমণভাগের এই সতীর্থের সঙ্গে কখনোই তার কোনো সমস্যা ছিল না বলে জানিয়েছেন ওয়েলসের ফরোয়ার্ড বেল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2016, 02:22 PM
Updated : 25 April 2016, 02:22 PM

বেল আরও জানিয়েছেন, কোচ জিনেদিন জিদানের অধীনে রিয়াল মাদ্রিদে সুখেও আছেন তিনি।

২০১৩ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে যোগ দেন বেল। স্পেনের ক্লাবটির পক্ষ থেকে মোট ট্রান্সফির ফির অঙ্ক প্রকাশ করা না হলেও সংবাদমাধ্যমের খবর অনুযায়ী অর্থের পরিমাণ ছিল ১০ কোটি ৭ লাখ ইউরো।

এর আগে ২০০৯ সাল ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ৯ কোটি ৬০ লাখ ইউরোতে রিয়ালে যোগ দেন পর্তুগিজ তারকা রোনালদো।

বেলকে রেকর্ড ট্রান্সফার ফিতে দলে নেওয়ার চুক্তির কারণে রোনালদো নাখোশ হয়েছিলেন বলে গণমাধ্যমে খবর বের হয়। তবে বেল জানিয়েছেন, ৩১ বছর বয়সী সতীর্থের সঙ্গে তার কোনো সমস্যা নেই।

ব্রিটিশ দৈনিক দ্য টাইমসকে বেল বলেন, “সে (রোনালদো) ইংরেজিতে কথা বলে, আর তা  এখানে শুরুর দিকে আমাকে অনেক সাহায্য করেছিল। প্রিমিয়ার লিগেও আমাদের মধ্যে যোগাযোগ ছিল। আমাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক। গণমাধ্যম অনেক কিছু তৈরি করে যা আসলে সত্যি নয়, আমাদের সম্পর্ক ভালো।"

বেল আরও বলেন, “কখনোই আমাদের মধ্যে কোনো সমস্যা ছিল না। তার সঙ্গে কখনও আমার তর্ক হয়নি।”