আর্চারিতে ২ রূপা

সোনার পদক জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত পারেনি বাংলাদেশের তিরন্দাজরা। দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) সোমবার আর্চারি থেকে দুটি করে রূপা ও ব্রোঞ্জ জিতেছে তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2016, 02:38 PM
Updated : 8 Feb 2016, 03:56 PM

শিলংয়ের জেএলএন স্পোর্টস কমপ্লেক্স পোলো গ্রাউন্ডে সোমবার মেয়েদের কম্পাউন্ড দলগত ফাইনালে ২২৮-২১৭ স্কোরে ভারতের কাছে হেরে রূপা পায় বাংলাদেশ। বাংলাদেশ দলে খেলেছেন সুস্মিতা বনিক, তামান্না পারভীন ও রোকসানা আক্তার।

কম্পাউন্ড বিভাগের মিশ্র দলগত বিভাগেও সুস্মিতা বনিক ও মো: আনোয়ারুল কাদেরকে নিয়ে গড়া বাংলাদেশ দল ১৫৬-১৩৮ স্কোরে ভারতের কাছে হেরে রূপা পায়।

মেয়েদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে নিজ দেশের সুস্মিতা বণিককে ১৩৮-১৩৫ ব্যবধানে হারিয়ে তামান্না পারভীন ব্রোঞ্জ পেয়েছেন।

নেপালকে ২০৮-১৯৭ স্কোরে হারিয়ে কম্পাউন্ডে পুরুষ বিভাগের দলগত ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে আনোয়ারুল কাদের, সুমন কুমার দাস ও এহেসান আহমেদকে নিয়ে গড়া বাংলাদেশ দল।