গ্রানাদা ম্যাচের আগে জিদানের রোনালদো-স্তুতি

গ্রানাদার বিপক্ষে ম্যাচের আগে দলের সেরা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদোকে প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2016, 03:35 PM
Updated : 6 Feb 2016, 03:35 PM

জিদান রিয়ালের দায়িত্ব নেওয়ার পর চার ম্যাচে পাঁচটি গোল করেন গত শুক্রবার ৩১ বছরে পা রাখা এই তারকা ফরোয়ার্ড।
 
স্পেনের লা লিগায় আগামী রোববার অবনমন অঞ্চলে থাকা গ্রানাদার বিপক্ষে খেলবে রিয়াল। ম্যাচের আগের দিন পর্তুগাল অধিনায়ককে নিয়ে জিদান বলেন, “আমি তার গোল আর সব অর্জনের জন্য প্রশংসা করি। আমি তার লক্ষ্যটা পছন্দ করি। যা করেছে তা নিয়ে সে কখনোই সন্তুষ্ট নয়; সব সময় আরও বেশি চায়।”
 

রোনালদো রিয়ালের জন্য মহা গুরুত্বপূর্ণ জানিয়ে জিদান বলেন, “আমি ৩৪ বছর বয়সে অবসর নিয়েছি। কিন্তু ক্রিস্তিয়ানো লম্বা সময় খেলবে। এমন নয় যে, আমি নিজের খেয়াল নেইনি; কিন্তু সে নিজের শরীরের আরও বেশি যত্ন নেয়।”

গ্রানাদার বিপক্ষে চোটের কারণে খেলতে পারবেন না রিয়ালের ফরোয়ার্ড গ্যারেথ বেল। ওয়েলসের এই ফরোয়ার্ডকে ফেরানো নিয়ে খুব একটা তাড়াহুড়োও করতে চান না জিদান। 
 
“সে আরও ভালোর দিকে। কিন্তু এখনও পুরো সেরে ওঠেনি।”
 
২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লা লিগার তৃতীয় স্থানে আছে রিয়াল। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। আর এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫১।