এক রাউন্ড আগেই চ্যাম্পিয়ন লিজা

এক রাউন্ড আগে জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজের করে নিয়েছেন শামীমা আক্তার লিজা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2015, 02:20 PM
Updated : 11 Oct 2015, 02:38 PM

শেষ দুই রাউন্ডের যে কোনো একটিতে জিতলে শিরোপা নিশ্চিত ছিল লিজার। রোববার দশম রাউন্ডে তিনি হারান ফিদে মাস্টার নাজরানা খান ইভাকে।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় লিজা জানান, জাতীয় দাবার এবারের আসরে প্রতিদ্বন্দ্বিতা একটু কম বলেও জানান।

“এক রাউন্ড বাকি থাকতে শিরোপা জিততে পেরে খুবই ভালো লাগছে। নতুন অনেকে এবার খেলছে বলে প্রতিদ্বন্দ্বিতা একটু কম। তবে, নতুনরা উঠে আসাও দাবার জন্য একটা ভালো খবর।”

জাতীয় দাবায় টানা দ্বিতীয়বার আর সব মিলিয়ে চতুর্থবার সেরা হলেন লিজা। ২০০৫ সালে প্রথম এই শিরোপা জিতেছিলেন তিনি। লম্বা বিরতির পর ২০১০ সালে দ্বিতীয়বার জাতীয় মহিলা দাবার সেরা হন এই মহিলা আন্তর্জাতিক মাস্টার।

রোল অব অনার :

২০০৪

মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ

২০০৫

মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা

২০০৬

মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ

২০০৭

রানী হামিদ

২০০৮

রানী হামিদ

২০০৯

শারমিন সুলতানা শিরিন

২০১০

শামীমা আক্তার লিজা

২০১১

রানী হামিদ

২০১২

শারমিন সুলতানা শিরিন

২০১৩

টুর্নামেন্ট হয়নি

২০১৪

শামীমা আক্তার লিজা

২০১৫

শামীমা আক্তার লিজা