তাইপেতে প্রথম রাউন্ড শেষে ৪৮তম সিদ্দিকুর

তাইওয়ানে ইয়েংডার টুর্নামেন্ট প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপে প্রথম রাউন্ডটা ভালো যায়নি সিদ্দিকুর রহমানের। পারের সমান শট খেলে যৌথভাবে ৪৮তম স্থানে আছেন বাংলাদেশের সেরা এই গলফার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2015, 02:10 PM
Updated : 8 Oct 2015, 02:10 PM

তাইপেতে বৃহস্পতিবার প্রথম দিনে তিনটি ‘বার্ডি’ (পারের চেয়ে এক শট কম) করলেও তিনটি ‘বোগি’ (পারের চেয়ে এক শট বেশি) করায় এগোতে পারেননি এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।

৫ লাখ ডলারের এই আসরে যৌথভাবে শীর্ষে রয়েছেন তাইওয়ানের লিন ওয়েন-ট্যাং হুং চুন-ক্যাঙ। পারের চেয়ে পাঁচ শট কম খেলেছেন তারা।

কয়েকদিন আগে তাইওয়ানেরই আরেকটি টুর্নামেন্ট মারকারিস মাস্টার্সে সপ্তম হয়েছিলেন ৩০ বছর বয়সী সিদ্দিকুর।