তৃতীয় রাউন্ড থেকেই নাদালের বিদায়

ইউএস ওপেনের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন স্পেনের তারকা রাফায়েল নাদাল। পাঁচ সেটে গড়ানো রোমাঞ্চকর ম্যাচে বিশ্বের আট নম্বর খেলোয়াড় হেরে গেছেন ইতালির ফাবিও ফগনিনির কাছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2015, 06:19 AM
Updated : 5 Sept 2015, 09:08 AM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোতে ক্যারিয়ারে ১৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল প্রথম দুটি সেটে ফগনিনিকে হারিয়ে সহজ জয়েরই ইঙ্গিত দিয়েছিলেন।

পরে অবশ্য বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড়ের বিপক্ষে ঘুরে দাঁড়ান টুর্নামেন্টের ৩২তম বাছাই ফগনিনি। শেষ তিন সেট জিতে চতুর্থ রাউন্ডে ওঠেন তিনি। ফ্লাশিং মিডোর হার্ড কোর্টে ৩ ঘণ্টা ৪৬ মিনিটের ম্যাচটি শেষ পর্যন্ত ৬-৩, ৬-৪, ৪-৬, ৩-৬, ৪-৬ গেমে জেতেন ক্লে কোর্ট বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ফগনিনি।

প্রথম দুই সেট জয়ের পরে কোনো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ম্যাচে এটাই নাদালের প্রথম হার। যে কোনো ধরনের টেনিস মিলিয়ে এর আগে একবারই এমন ঘটনা ঘটে নাদালের ক্যারিয়ারে। ২০০৫ সালে মিয়ামিতে রজার ফেদেরারের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরও হারতে হয়েছিল তাকে।

এবার অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে হেরেছিলেন নাদাল। ১০ বছর পর এবারই প্রথম বছরে অন্তত একটি হলেও গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তিতে ছেদ পড়ল স্পেনের তারকার।

চতুর্থ রাউন্ডে ফগনিনি খেলবেন আরেকটি অঘটনের জন্ম দিয়ে আসা স্পেনের ফেলিসিয়ানো লোপেসের বিপক্ষে। লোপেস তৃতীয় রাউন্ডে ৬-২, ৭-৬, ৬-৩ গেমে হারান কানাডার মিলোস রাওনিচকে।

অঘটনের এক দিনে চতুর্থ রাউন্ডে জায়গা করে নেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচ। ইতালির আন্দ্রেয়া সেপ্পিকে ৬-৩, ৭-৫, ৭-৫ গেমে হারান তিনি।

এ ছাড়া এদিন চতুর্থ রাউন্ডে ওঠেন ফ্রান্সের জো উইলফ্রেদ সোঙ্গা, মারিন সিলিচরা।