যশোরে শিক্ষামন্ত্রীর গাড়ি আটকে শিক্ষকদের বিক্ষোভ

এমপিওভুক্তির দাবিতে যশোরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2017, 10:07 AM
Updated : 14 Sept 2017, 10:07 AM
বুধবার বেলা সোয়া ১১টার দিকে যশোর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে কয়েকশ শিক্ষক ও কর্মচারীদের অবরোধের ‍মুখে পড়েন মন্ত্রী।

এ সময় তিনি যশোর উপশহর কলেজ মাঠে ৪৬তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধন শেষে সার্কিট হাউসে ফিরছিলেন।

শিক্ষক-কর্মচারীরা মন্ত্রীর গাড়ির আটকে দিয়ে রাস্তার উপর বসে ও শুয়ে পড়েন। মন্ত্রী গাড়ি থেকে নেমে এলে কয়েকজন শিক্ষক তার পায়ে গিয়ে পড়েন। শিক্ষামন্ত্রী আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের বক্তব্য শোনেন এবং অর্থমন্ত্রীর সঙ্গে আলাপ করে দাবির বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

মন্ত্রী বলেন, “শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার ও শিক্ষকদের উন্নয়নের জন্য। শিক্ষকরা এখন সমানহারে বেতন পাচ্ছেন। নন এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে মন্ত্রণালয়ে আলাপ আলোচনা চলছে। আমি শিক্ষকদের পক্ষে অর্থমন্ত্রীর কাছে দেনদরবার করছি।”

পরে শিক্ষকরা মন্ত্রীর হাতে স্মারকলিপি দিয়ে অবরোধ তুলে নেন।