দিনাজপুরে প্রতিমা ভাংচুর, চাকরিচ্যুত সেনাসদস্য আটক

দিনাজপুর শহরের দুটি মন্দিরে প্রতিমা ভাংচুরের অভিযোগে চাকরিচ্যুত এক সেনাসদস্যকে আটক করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2017, 08:28 AM
Updated : 26 August 2017, 12:41 PM

শহরের ফুলতলা শ্মশান মন্দির ও রায়পাড়া দুর্গা মন্দিরে শুক্রবার রাতে হামলার এ ঘটনা ঘটে বলে পুলিশ সুপার হামিদুল আলম জানিয়েছেন।

শ্মশান মন্দির কমিটির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্মশান মন্দিরের পাঁচটি তালা ভেঙে কালি প্রতিমাসহ ডাকিনী ও যুগিনীর মাথা কেটে ফেলা হয়েছে। আর রায়পাড়ায় দুর্গা প্রতিমাসহ সরস্বতী, অশুর ও সিংহের মাথা কাটা হয়েছে।

জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক বাপ্পি সারোয়ার সদর উপজেলার হামজাপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেনা সদস্য বাপ্পি সারোয়ার পেষণে র্যর‌্যাবে যাওয়ার পর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। পরে তাকে চাকরিচ্যুত করা হয়। শনিবার বাপ্পিকে আমরা ধারালো অস্ত্রসহ আটক করি।”

হুইপ ইকবালুর রহিম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং দুর্গোৎসব নির্বিঘ্নে পালন করতে সব রকম ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।