ব্যাংকে গ্রাহকের টাকা নিয়ে পালানোর সময় আটক

মৌলভীবাজারে একটি বেসরকারি ব্যাংকের ভিতরে এক গ্রাহকের টাকা নিয়ে পালানোর সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।  

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2017, 02:28 PM
Updated : 23 August 2017, 02:28 PM

বুধবার ডাচ বাংলা ব্যাংক শহর শাখায় এ ঘটনাটি ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ।

আটক মো. নাছির (৫০) ঢাকার ডেমরা এলাকার মৃত আরিফ সরদারের ছেলে।

হায়দর মিয়া নামের ওই গ্রাহক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার এক আত্মীয় লন্ডন থেকে ঈদ উপলক্ষে মৌলভীবাজারের বিভিন্ন মাদ্রাসার এতিম শিশুদের দেয়ার জন্য ডাচ বাংলা ব্যাংকের মাধ্যেমে ৫০ হাজার টাকা পাঠান।

তিনি বলেন, টাকাগুলো উত্তোলন করে একটি ব্যাগে নিয়ে ব্যাংকের ভিতরে কিছুক্ষণ বসেছিলেন। এ সময় তার পাশে বসে নাছির ব্যাগের এক পাশে কেটে ফেলেন। তিনি টের পেয়ে ধরতে চাইলে নাসির পালানোর চেষ্টা করেন।

“তখন ব্যাংকের অনান্য লোকজনসহ তাকে হাতানাতে আটক করা হয়।”

পরে ব্যাংক কর্তৃপক্ষ খবর দিলে পুলিশ এসে ওই ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানান হায়দার মিয়া।

মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সঙ্গে এ কাজে জড়িত আরও দুই জনের নাম পাওয়া গেছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় মামলা হয়েছে।