লক্ষ্মীপুর জেলা পরিষদের উপ-নির্বাচন: আ. লীগের ২ বিদ্রোহী প্রার্থী

লক্ষ্মীপুরে জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিন নেতাসহ চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2017, 04:03 PM
Updated : 20 August 2017, 04:03 PM

রোববার জেলা নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান এ কথা জানান।

লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শামছুল ইসলাম গত ১৪ জুলাই মৃত্যুবরণ করেন। এই শূন্য পদে আগামী ১০ সেপ্টেম্বর চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হবে। ২১ অগাস্ট মনোনয়ন দাখিলের শেষ দিন।

হাসানুজ্জামান বলেন,  “২০ অগাস্ট পর্যন্ত চেয়ারম্যান পদে মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।  আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কালই জানা যাবে প্রার্থীর চূড়ান্ত সংখ্যা।”

চার প্রার্থী হলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন, কৃষি বিষয়ক সম্পাদক মো. আবদুল মতলব ও স্বতন্ত্র  নাজমা তাহের।

এদের মধ্যে মো. শাহজাহানকে সমর্থন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

জেলা পরিষদ নির্বাচনে উপজেলা ও ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা ও সিটি করপোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোট দেন।

তবে দলীয় সমর্থন উন্মুক্ত থাকলেও দলীয় প্রতীকে স্থানীয় সরকারের এ নির্বাচন হয় না।

আওয়ামী লীগ নেতা নূর উদ্দিন চৌধুরী এ নির্বাচনে জয়ী হবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেও কেন বিদ্রোহী প্রার্থী হয়েছেন তা নিয়ে মন্তব্য করেননি তিনি।