দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে রাবিতে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ পাচ্ছে ভর্তিচ্ছুরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2017, 02:14 PM
Updated : 17 August 2017, 02:14 PM

বৃহস্পতিবার ভর্তি পরীক্ষা কমিটির সভায় ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন।

তিনি জানান, ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ আবার চালু করা হয়েছে। ২০১২, ১৩, ১৪, ১৫ সালে এসএসসি ও সমমান এবং ২০১৬ ও ১৭ সালে এইচএসসিও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

ভর্তি পরীক্ষায় আবেদন প্রক্রিয়া ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে শুরু হয়ে ২৪ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে।

এর আগে গত ৩ অগাস্ট পরীক্ষা কমিটির সভায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালুর করার বিষয়ে প্রস্তাব করা হয়। তারই ধারাবাহিকতায় প্রস্তাবটি চূড়ান্ত আকারে পাস করা হলো। ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার অংশগ্রহণের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল।