পাবনায় গৃহবধূকে ঝলসে দেওয়ার অভিযোগ

পাবনায় গরম ডাল ছুড়ে এক গৃহবধূকে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2017, 11:24 AM
Updated : 14 August 2017, 11:24 AM

সোমবার সকালে আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের মতিগাছা গ্রামে এই ঘটনা ঘটে বলে আটঘরিয়া থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান।

দগ্ধ আলফা খাতুনকে (৩৫) পাবনা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুশফিকুর রহমান বলেন, ওই নারীর শরীরের ৫০ শতাংশ ঝলসে গেছে।

ওসি আনোয়ারুল বলেন, সোমবার সকালে পারিবারিক বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গরম ডাল স্ত্রীর শরীরে ঢেলে দিয়ে পালিয়ে যায় আজাহার আলী।

পরে তার চিৎকারে প্রতিবেশীরা এসে প্রথমে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে বলে জানান তিনি।

আলফা খাতুন অভিযোগ করেন, সামান্য কারণেই তাকে মারধর করে স্বামী ও তার পরিবারের লোকজন। সকালে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে গরম ডাল ঢেলে দেয়।

পুলিশ আজাহারকে আটকের চেষ্টা করছে বলে জানান ওসি।