শরীয়তপুরে আ. লীগের সংঘর্ষে যুবক নিহত

শরীয়তপুরের নড়িয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন; গুলিবিদ্ধ হয়েছেন ২০জন।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2017, 03:15 PM
Updated : 11 August 2017, 03:31 PM

নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন জানান, শুক্রবার বিকালে উপজেলার রাজনগর ইউনিয়নের মালতকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেনের (২৫) লাশ শরীয়তপুর সদর হাসপাতালে রয়েছে।

গুলিবিদ্ধ রাকিব সর্দার(২২), সবুজ মীর বহর (২০), মুজিবুর মালত (৩৫), ফারুক মীর মালত(২৪) ও সাগর মীর মালতকে (৪২) সদর হাসপাতালে এবং অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আসলাম বলেন, “আধিপত্য বিস্তারের জেরে সকালে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও রাজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমানের এক সমর্থকের দোকান ভাংচুর ও লুট করে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন গাজীর সমর্থকরা।  

“বিকালে দুই পক্ষই দেশি ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে ঘটনাস্থলেই ইকবাল নিহত ও গুলিবিদ্ধসহ ৪০জন আহত হন।”

বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে এবং মালতকান্দি গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাকিব, সবুজ মীর, মুজিবুর মালত , ফারুক মীর মালত ও সাগর মীরসহ গুলিবিদ্ধ ২০ জন আমাদের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”