কক্সবাজারে অস্ত্রসহ মিয়ানমারের মাদক বিক্রেতা আটক

কক্সবাজার শহরের ফিশারিঘাট এলাকায় অভিযান চালিয়ে মাছ ধরার ট্রলার থেকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2017, 07:58 AM
Updated : 10 August 2017, 09:54 AM

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ অভিযান চালানো হয়।

আটক মোহাম্মদ আব্দুল্লাহ (৫৫) মিয়ানমারের নাগরিক জানিয়ে তিনি বলেন, আব্দুল্লাহ মিয়ানমার থেকে অবৈধভাবে এসে দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের সমিতিপাড়ায় বসবাস করছিলেন।

“সাগরপথে এফবি মা-বাবার দোয়া নামের একটি ফিশিং ট্রলারে করে ইয়াবার একটি চালান আসার খবরে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। বাঁকখালী নদীর ফিশারিঘাট এলাকায় সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলার দেখতে পেয়ে কৌশলে নজরদারিতে রাখা হয়।”

এ সময় ট্রলারের লোকজন পালানোর চেষ্টা করে জানিয়ে তিনি বলেন, “তিনজন পালিয়ে গেলেও আবদুল্লাকে আটক করা হয়। তার স্বীকারোক্তিমতে মাছ রাখার কোল্ড স্টোরেজ থেকে দুটি দেশি বন্দুক, আটটি গুলি ও চারটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট খুলে পাওয়া যায় সাড়ে ৩৫ হাজার ইয়াবা।”

জব্দ করা ট্রলারের মালিক কক্সবাজার সদরের লিংকরোড এলাকার মুহুরী পাড়ার বাসিন্দা ছৈয়দ কাশিম বলে জানান ওসি মো. মনিরুল।

তিনি বলেন, “আটক আবদুল্লা জানিয়েছে, পালিয়ে যাওয়া আব্দুল মজিদ, লোকমান হাকিম ও করিম উল্লাহ কক্সবাজার শহরের সমিতিপাড়ায় ভাড়া বাসায় থাকেন। তারা সবাই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।”

আটক আবদুল্লার বিরুদ্ধে সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি মনিরুল।